বিস্কুট কিনে দেওয়ার কথা বলে রাতের আঁধারে জঙ্গলে নিয়ে গিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণকারী সাহেব আলীকে আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ মার্চ) দিনগত রাতে নেত্রকোণার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাশাটি গ্রামে বর্বরোচিত এ ঘটনা ঘটে। ধর্ষণকারী সাহেব জেলা শহরের ইসলামপুর এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২০ মার্চ) বিকেলে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাংলা নিউজ

মন্তব্য করুন