দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমানকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মাহাবুবুর রহমানকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সন্ধ্যায় পরিবারের নিরাপত্তা চেয়ে সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাহবুব। সুধারাম মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। একইসঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাহাবুব বলেন, ‘আমি কিছুটা অসুস্থ। তাই আমার মাইজদীস্থ বাসায় ছিলাম। দুপুর ২টার দিকে অপরিচিত মোবাইলফোন নম্বর থেকে আমার কাছে কল আসে। রিসিভ করার সঙ্গে সঙ্গে গালি দিতে থাকেন। একপর্যায়ে আমাকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে আমাকে জেলা জজ কোর্টের সামনে যেতে বলেন।’

মাহাবুব আরও বলেন, ‘পুরো কথপোকথনটি আমার ফোনে রেকর্ড করি। প্রায় ১ মিনিট ৪৮ সেকেন্ডের এ কলে আমাকে গালি দেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে জানিয়েছি।’

এই বিষয়ে সুধারাম মডেল থানার ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

ইত্তেফাক

মন্তব্য করুন