বিএনপি ক্যাডাররা বেগমগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের দেড়শ’ বছরের পুরনো মহাশ্মশান দখল করে নিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মঠ ভেঙে ইট দিয়ে শ্মশান এলাকায় ঘর উঠিয়েছে। লক্ষণপুর এলাকার উদ্বেগ চন্দ্র জলদাস জানান, বেগমগঞ্জ উপজেলার ছ’আনী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের জেলেবাড়ির সামনের মহাশ্মশানটি প্রায় দেড়শ’ বছরের পুরনো। কিছুদিন আগে এলাকার বিএনপি ক্যাডার খুরশিদ আলম, আবু ছায়েদ, সাহাব উদ্দিন, মোজাম্মেল, মাইনউদ্দিন, বাহার ও সাত্তার অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জেলেবাড়ি ঘিরে ফেলে। এ সুযোগে তাদের সমর্থকরা মহাশ্মশানের ১৫ শতাংশ ভূমি দখল করে নেয় এবং রাতারাতি ঘর তুলে ফেলে। সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের মঠ ভেঙে মঠের ইট দিয়ে পাকা ঘর তোলে। হিন্দু সম্প্রদায়ের লোকজন এ ব্যাপারে বিএনপির নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পায়নি। বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহাসচিব বরাবরে আবেদন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এর অনুলিপি দেয়া হয়েছে। সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে জেলেদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার।
যুগান্তর, ২৮ মে ২০০২