পটুয়াখালীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কথিত কটূক্তি করার অভিযোগে নোমান মিঠু (৩৮) নামে এক যুবককে হয়রানিমূলক গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নোমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার (১৪ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন মিঠু। এ নিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টির পাশাপাশি তারা বিষয়টির প্রতিবাদ করেন। যা পরে বিক্ষোভে রূপ নেয়।
নোমানের বিষয়টি তদন্ত করে পুলিশ শহরে অভিযান শুরু করে। পরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে নোমান মিঠুকে আটক করে।
ওসি আরও জানান, তার নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হলেও ফেসবুকে নোমান মিঠু নামে পরিচিত।