পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের একটি গ্রামে একই দিনে তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২০ অক্টোবর রোববার ভোরে উপজেলার কলারদোয়ানিয়া এলাকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালি মন্দির, কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।
আটক কামরুল ইসলাম সুজন (৩০) জেলার স্বরূপকাঠি উপজেলার রাজাবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মন্দিরে হামলার অভিযোগে স্থানীয়রাই সুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাইনুল হাসান জানান।

একই গ্রামের উজ্জ্বল মল্লিক বলেন, সকালে তার কাকিমা সবিতা মল্লিকের চিৎকার শুনে তিনি কয়েকজন কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে যান। সেখানে মন্দিরের প্রতিমা ভাংচুর করার সময় কামরুল ইসলাম সুজনকে হাতেনাতে আটক করা হয।
নাজিরপুর উপজেলার বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) অনুপ কুমার মণ্ডল বলেন, ভোর পৌনে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে একই এলাকার তিনটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেন কামরুল।
“স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করেছে।“