আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে শিবগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি শিবগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

এ সময় শহিদুল হক হায়দারী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সোয়া ৬টার দিকে সশরীরে হাজির হয়ে থানায় তিনি আত্মসমপর্ণ করেন। এর আগে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ- ০২-০৯-২০২১ই। শনিবার তাকে আদালতে সোর্পদ করা হবে।

ইত্তেফাক

মন্তব্য করুন