সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে এক প্রভাষকের প্রাইভেটকারের ধাক্কায় শেখ ফজিলাতুননেছা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল (অধ্যক্ষ) মাওলানা শায়খুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তবে ঘটনাটি দুর্ঘটনা না-কি পরিকল্পিত হত্যা এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। নিহতের পরিবারের দাবি- পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহত মাওলানা শায়খুল ইসলাম সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থানার ফতেপুর ইউপির অনন্তপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের শেখ ফযিলাতুননেছা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মাওলানা শায়খুল ইসলাম মোটরসাইকেলযোগে মাদরাসায় যাওয়ার সময় বুরুঙ্গা সড়কের মুখে পৌঁছালে পেছন দিক থেকে আসা একই মাদরাসার প্রভাষক (বাংলা) লুৎফুর রহমানের প্রাইভেটকার (সিলেট-হ-১২-০০৫৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে শায়খুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় কারের চালক ও প্রভাষক লুৎফুর রহমান পালিয়ে যান বলে জানা গেছে।

সিলেট টুডে

মন্তব্য করুন