ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক গৃহবধূ ধর্ষণচেষ্টা মামলার আসামি শাহিদ শেখ (৩৫) নামে একজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

১৭ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাশার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।

এ ঘটনায় মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমান তারিকুল কারাগারে রয়েছেন। অপরদিকে মামলার ২ নম্বর আসামি শাহিদ শেখ ও ইসলাম শেখ দীর্ঘদিন পলাতক থেকে শাহিদ শেখ নামের আসামি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। মামলা শুনানি শেষে তাকে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩ নম্বর আসামি ইসলাম শেখ এখনো পলাতক।

জানা যায়, গত ১০ মে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের একটি গ্রামের ২২ বছর বয়সী এক গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে পানাইল উচ্চ বিদ্যালয়সংলগ্ন কবরস্থানের পাশে ধর্ষণচেষ্টার শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় ১৩ মে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে উপজেলার একই ইউনিয়নের পানাইল গ্রামের তারিকুল, শাহিদ শেখ ও ইসলাম শেখকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

কালের কণ্ঠ

মন্তব্য করুন