ফেনীর এক ডোবা থেকে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২ আগস্ট রোববার দুপুরে জেলার দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের এক ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ।
নিহত আরাফাত হোসেন (১০) জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের কাতার প্রবাসী পানা উল্যার ছেলে। সে সোনাগাজীর চরলক্ষীগঞ্জ সামছুল হক নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র ছিল।
প্রতীকী ছবিপ্রতীকী ছবিদাগনভুঞা থানার উপপরিদর্শক যশমন্ত শাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার দুপুরে মাতুভুঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের এক ডোবা থেকে আরাফাত হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারা শিশুটিকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।
নিহত শিশুর মামা আবদুল্লাহ আল মনসুর জানান, আরাফাত ওই হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় থেকেই পড়ালেখা করত। ববার সকালে শিশুর মৃতদেহ ডোবায় পড়ে আছে এমন তথ্য মাদ্রাসার পক্ষ থেকে শিশুর পরিবারকে জানানো হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।
তিনি আরও জানান, আরাফাতকে মাদ্রাসা কর্তৃপক্ষ নির্যাতন পরবর্তী হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আরাফাতের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।