রাঙ্গামাটি সদর উপজেলার মাইসভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ বুধবার ( ২৬ ফেরুয়ারি) এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
নিহত অর্পণ চাকমা ওরফে বাবুধন চাকমা ২০১৮ সালের ৩ মে নানিয়ারচর উপজেলার আলোচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি।
সূত্র জানিয়েছে, ভোর ৫টার দিকে সুবলং ক্যাম্পের একটি টহল টিমের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীও গুলি করে।
পরে দলের কমান্ডার সুবলং ক্যাম্পে হামলার বিষয়টি জানালে আরেকটি টহল টিম তাদের সাথে যোগ দেয়, বলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউল্ল্যাহ।
১৫-২০ মিনিট বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা চলে গেলে টহল দল ঘটনাস্থল থেকে অর্পণ চাকমার লাশ উদ্ধার করে, বলেন তিনি।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি এবং একটি দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পরে স্থানীয়রা নিহত ব্যক্তি ইউপিডিএফ সদস্য বলে জানায়।