বরগুনায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাঈম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য পেয়ে শনিবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে নাইমকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার নাঈম সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আবদুল জব্বার মিয়ার ছেলে। নাঈমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় সে পলাতক ছিল।

পুলিশ জানায়, শনিবার দুপুরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে স্থানীয় একটি স্কুলের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাঈম। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় নাঈম। পরে সন্ধ্যায় স্থানীয়রা নাঈমকে আটক করে গণপিটুনি দিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। এরপর আহত অবস্থায় নাঈমকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পুরিন্দা এলাকায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নাঈমের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ ঘটনার পরপরই গা-ঢাকা দেয় নাঈম।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, দুপুরে কদমতলা এলাকার তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে পালিয়ে যায় নাঈম। এরপর সন্ধ্যায় নাঈমকে আটক করে গণপিটুনি দিয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নাঈমকে গ্রেফতার করে।

যুগান্তর

মন্তব্য করুন