বরগুনা জেলার সদর উপজেলার বটতলা এলাকা থেকে জেএমবির দুই সদস্য আটক করেছে র‌্যাব-৮। রবিবার রাতে আটক দুইজন হলেন- বরগুনা সদর উপজেলার পূর্ব গর্জন বুনিয়া এলাকার মৃত আলহাজ্ব আব্দুল মজিদ মুসল্লীর ছেলে আলহাজ্ব আব্দুল আওয়াল সিরাজ (৫৪) এবং একই উপজেলার আমড়াজুড়ি এলাকার মৃত হাবিবুল্লাহ শিকদারের ছেলে আলী হোসেন ওরফে মাইনুদ্দীন (৪৫)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, আটক আসামিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা ২০১২ সাল থেকে জসিম উদ্দিন রহমানীর মাধ্যমে জঙ্গি কার্যক্রমে উদ্ধুদ্ধ হয়। পরবর্তীতে তারা জিহাদে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়। আটক আসামিরা তাদের নিজ পেশার পাশাপাশি উগ্রপন্থী বিভিন্ন সদস্যের সাথে বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হয় এবং জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হয়। তারা চাঁদা প্রদানের মাধ্যমে দল তৈরির কাজ করে।

তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জেএমবির প্রচারণার কাজ চালিয়ে আসছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-৮ কাজ করে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।

সূত্র: ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন