বরগুনা সদর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির একজন বাবা দিনমজুর।
শিশুটির মা বলেন, বিকেলে আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ হওয়ার কারণ জিজ্ঞাসা করার পর জানতে পারি, আমাদের আশ্রায়নের কেউ ওকে নৌকায় করে পার্শ্ববর্তী কেওড়াবনে নিয়ে ধর্ষণ করেছে। এরপর মেয়ের অবস্থা খারাপ দেখে হাসপাতাল নিয়ে আসি। তবে ধর্ষকের নাম সে জানাতে পারেনি।
বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিহার রঞ্জন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।