বরিশালের বাবুগঞ্জে ৪ বছরের এক মাদ্রাসা ছাত্রকে  শারিরীক নির্যাতন ও ইট দিয়ে ছাত্রের মাথা ফাঁটানোর অভিযোগ উঠেছে শিশুটির শিক্ষকের বিরুদ্ধে।

 

উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি দারুল কওমিয়া ফোরকানিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মোঃ নূর হোসনকে রোববার মাদ্রাসা থেকে বহিস্কার করেছেন মাদ্রাসার ম্যানেজিং কমিটি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর শনিবার সকাল ৭টার সময় স্থানীয় লোক মারফত খবর পায় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ নূর হোসেন তার ছেলে মোঃ তুহিনকে শনিবার ফজরের নামাজের পর অমানুষিক নির্যাতন করেছে।

এ খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদ্রাসায় গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিয়ে যাওয়ায় তার মাথায় ৭টি সেলাই দেয়া হয়।

এ ব্যাপারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু মুন্সী জাহাঙ্গীর অসুস্থ থাকায় ওই মাদ্রাসা পরিচালনার দায়িত্বে থাকা মোঃ হুমায়ুন হাওলাদার মুঠোফোনে বলেন শিক্ষার্থী মোঃ তুহিনকে বেত্রাঘাত ও ইট দিয়ে মাথা ফাঁটানো ঘটনায় মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ নূর হোসেনকে মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়েছে। আহত ছাত্র উত্তর দেহেরগতি চরমলঙ্গা গ্রামের দিনমজুর মোঃ জাহাঙ্গীরের পুত্র।

বিএসএল নিউজ

মন্তব্য করুন