বরিশালের বাকেরগঞ্জে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে এক প্রকৌশলীর বিরুদ্ধে।

এ ঘটনায় ২০ মে বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করছে ওই শিশুর পরিবার।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দুধাল ইউনিয়নের আলগাচর গ্রামের মো. গোলাম কাদের হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার গত ১৬ মে দ্বিতীয় শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রীকে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে টাকার প্রলোভন দেখিয়ে তার বাসার শৌচাগারে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই শিশুর মা তা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। এদিকে স্থানীয়ভাবে ২০ হাজার টাকার বিনিময়ে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান এলাকার মাতুব্বররা। সেই চেষ্টা ব্যর্থ হলে ঘটনার ৩ দিন পর তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

মামলার বাদী ও শিশুর চাচা জানান, আমরা গরিব হওয়ায় এলাকার মাতুব্বররা এ ঘটনা ২০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করে দেওয়ার চেষ্টা চালান। তাদের কথা না রেখে মামলা করায় এখন উল্টো ৫০ হাজার টাকা চুরির দায় দিয়ে মামলা করার হুমকি দেয় আসামিপক্ষ।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান থাকা অবস্থায় এ বিষয়ে এর বেশি কিছু বলা যাবে না।

যুগান্তর

মন্তব্য করুন