বাগেরহাটের ফকিরহাটে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ এপ্রিল শুক্রবার রাতে ফকিরহাট উপজেলার ফয়লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ শেখ বলেন, ‘এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা শনিবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই শিশু ও কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন এবং একই বাড়িতে থাকে।১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ধর্ষণ করে কিশোরটি। পরে মেয়েটি অসুস্থ্যবোধ করলে তার মা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

বাংলা নিউজঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন