বান্দরবানে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুরের জয়লাভের পর একদল সন্ত্রাসী জেলা সদর থেকে ১০কি.মি. দূরবর্তী গোয়ালিখোলার পার্শ্ববর্তী উপজাতি রোয়াজাপাড়ায় মঙ্গলবার রাতে প্রতিহিংসামূলক হামলা করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণার চার ঘন্টার মাথায় এ হামলা হয় বলে স্থানীয় চেয়ারম্যান উল্লেখ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, উল্ল্যেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। এলাকাবাসী দাবি করেছেন, হামলাকারীরা শুধু নিরীহ উপজাতিদেরই হামলা করেনি তারা ধর্মীয় উপাসনালয় কেয়াংয়ের মধ্যে ঢুকে বৌদ্ধমূর্তিসহ ধর্মীয় বইপত্র তছনছ করেছে বলে উল্ল্যেখ করা হয়। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা চলাকালীন দূর থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এতে মানুষেদ্ধ্যমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকার শান্ত রয়েছে।
দৈনিক জনকন্ঠ, ৪ অক্টোবর ২০০১

মন্তব্য করুন