গতকাল বুধবার বান্দরবান নির্বাচনী ফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিয়া মোস্তাক আহমদ আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মাহাদুরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। এই ঘোষণায় বান্দরবানে বিজয়ের উল্লাস কিংবা পরাজয়ের গঙ্গানি কিছুই ছিলো না। বীর বাহাদুর ভোট পেয়েছেন ৩৯ হাজার ৫৫০, চারদলীয় (বিএনপি) মা চিং পেয়েছেন ৩৮ হাজার ৬৯৭ ভোট। এ বিজয়ের পর বীর বাহাদুর বলেন, এ বিজয়ে খুশি হওয়ার কিছু নেই। তিনি বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন। বিএনপি প্রার্থী মা চিং-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে দলীয় সূত্র জানায়, তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন। এদিকে গতকাল সকালে ফল ঘোষণার আগে বিএনপির একদল সমর্থক গোয়ালিখোলার আদিবাসী এলাকার একটি বৌদ্ধ মন্দিরে হামলা চালিয়ে বুদ্ধমূর্তি ভেঙে ফেলে এবং মন্দিরের ব্যাপক ক্ষতিসাধন করে।
আজকের কাগজ, ৪ অক্টোবর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন