রাজধানীর মিরপুর পাইকপাড়ায় বৃদ্ধাশ্রমে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাকের দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

শনিবার (১৫ মে) ইত্তেফাকের সংবাদকর্মী মাইন উদ্দিন আরিফ রাজধানীর মডেল থানায় সাধারণ ডায়েরিটি (জিডি) করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ঈদের দিন (১৪ মে) রাজধানীর মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড ইজ কেয়ার’ নামে বৃদ্ধাশ্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মী হামলার শিকার হন। ইত্তেফাকের অনলাইন সংবাদকর্মী মাইন উদ্দিন আরিফ ও ক্যামেরাপার্সন তানভীর আহমেদ এসময় আহত হন। এসময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা এবং মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়। দুই সংবাদকর্মী ওপর হামলা চালায় বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেন।

সাধারণ ডায়েরির বিষয়ে ইত্তেফাকের অনলাইন বিভাগের সাংবাদিক মাইন উদ্দিন আরিফ বলেন, ঈদের দিন দুপুর ১২টার দিকে আমরা সংবাদ সংগ্রহের জন্য ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’র প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের লাঞ্ছনার শিকার হই। নিজেদের পরিচয় দেওয়ার পরও আমরা তার হাত থেকে রেহাই পাইনি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন