ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, পৌর শহরের পূর্ব পাইকপাড়ার ওই গৃহবধূর বাসার ছাদে প্রায়ই মাদক সেবন করতে আসে একই এলাকার সুবোধ দাসের ছেলে কালু দাস। বৃহস্পতিবার দুপুরে কাপড় শুকানোর জন্য ওই গৃহবধূ ছাদে গেলে সেখানে থাকা কালু তাকে জাপটে ধরে ধর্ষণচেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার দিলে কালু পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, এ বিষয়ে বিকেল নাগাদ কেউ অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময় নিউজ টিভি

মন্তব্য করুন