সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টের কমেন্টে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদকে নিয়ে কটূক্তির গুজব ছড়িয়ে এক হিন্দু যুবককে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ধর্মান্ধ উগ্রপন্থীদের চাপের মুখে ভিক্টিম যুবককে ১২ মার্চ শুক্রবার ভোর রাতে ঢাকার সায়েদাবাদ গ্রেফতার করেছে পুলিশ।

 

এর আগে তার বাবাকে (৫৫) হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা ওই যুবক অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে মহাম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে বলে স্থানীয়দের মাঝে গুজব ছড়িয়ে ধর্মান্ধ মুসলমানদের উস্কানো হয়। এরপর বরাবরের মত কথিত তৌহীদি জনতার ব্যানারে একত্রিত হয়ে তার ফাঁসির দাবিতে ১২ মার্চ রাত থেকে অরুয়াইল বাজারে বিক্ষোভ শুরু করেন ধর্মান্ধ চক্রটি। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে ওই যুবকের বাবাকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম গতকাল রাতে ঢাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান জানান, ঘটনা স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন