হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া সভাপতির দুটি ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সভাপতি দীলিপ কুমার নাগ অভিযোগ করেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে তার এই ক্ষতি করা হয়।
তিনি বলেন, “শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক একজন চেয়ারম্যানের ছেলে ২০-২৫ জনের একটি দল নিয়ে এসে ভেকু দিয়ে আমার দুটি টিনের ঘর গুঁড়িয়ে দেয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সরাইল থানার এসআই জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “দুটি টিনের ঘর একবারে গুঁড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার চেয়েছেন।
এ ঘটনায় বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া শাখা।
এতে লিখিত বক্তব্য দেন দিলীপ কুমার নাগ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
দীলিপ কুমার অভিযোগ করেন, তার পৈত্রিক ভিটাসহ অন্যান্য জায়গা দখল করার পায়তারা করছে একটি মহল।
“গত দুই মাস ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার ভোরে তারা ভেকু দিয়ে আমার ২০ হাত লম্বা এবং আট হাত প্রশস্ত দুটি ঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সরাইল থানার ওসি নাজমুল আহমেদ বলেন, “ঘটনার পরপরই পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যা নান্না মিয়ার ছেলে ইকরামুল আমিন বাবুসহ আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।”