মাগুরা শহরে দলিত সম্প্রদায়ের এক পরিচ্ছনতা কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম জানান, ৩০ জুন বুধবার ভোরে হাসপাতাল পাড়ার সুইপার কলোনি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মানিক লাল ডোম (৪০) ওই কলোনিতে নিজের বাড়িতে থাকতেন। সেখানেই তাকে হত্যা করা হয়।

তার ভাই হীরা লাল ডোম বলেন, আট বছর বয়সী ছেলেকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মানিক। রাতে তার বাড়িতে আর কেউ ছিলেন না। ভোর ৪টার দিকে ছেলের ঘুম ভেঙে যায়। সে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার চিৎকার শুনে পাশের বাড়ি থাকে স্বজনরা গিয়ে মানিককে মৃত পড়ে থাকতে দেখেন। তারা পুশিকে খবর দেন।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন