মাদারীপুরের কালকিনিতে ১০ বছরর বয়সী এক মাদরাসাছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. বিল্লাল বেপারী (৬০) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বিল্লাল বেপারী পান্তাপাড়া গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে। ধষর্ণের অভিযোগে ডাসার থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া এলাকার একটি মহিলা মাদরাসায় গত ৫ বছর ধরে লেখাপড়া করছে ওই ছাত্রী। তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল একই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। তিনি সুযোগ বুঝে রবিবার ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তার নিজ বসতঘরে নিয়ে যায়। সেখানে তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে মাদরাসার বোর্ডিং-এ রেখে পালিয়ে যায় মাদরাসার পরিচালক বিলাল বেপারী।
পরে ওই শিক্ষার্থীর জ্ঞান ফিরে এলে একই মাদরাসায় পড়ুয়া খালাতো বোনকে বিষয়টি খুলে বলে। পরে তারা পরিবারকে বিষয়টি জানালে সোমবার রাতে ওই ছাত্রীর খালা বাদী হয়ে ডাসার থানায় মাদরাসা পরিচালক বিল্লাল বেপারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি বিল্লাল বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।