ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য ইয়াছিন আরাফাতকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

 

শুক্রবার (২ অক্টোবর) সকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গৌরীপুর উপজেলার কলতাপাড়া চুরাইল এলাকার একটি বাসায় জেএমবির সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় জেএমবি সদস্য আরাফাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত পাঁচটি লিফলেট, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড, পেনড্রাইভ, কার্ড রিডার, মেমোরি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরাফাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায়। তিনি গৌরীপুরের ওই এলাকায় একা বাসা ভাড়া নিয়ে থাকতেন ও রাতে গোপনে উগ্রবাদী বই এবং লিফলেট বিতরণ করতেন। আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে উগ্রবাদ সম্পর্কিত বই ও লিফলেট সংগ্রহ করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন।

আরাফাতের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজ টোয়েন্টিফোরবিডি ডট টিভি

মন্তব্য করুন