যশোরের চৌগাছায় এনায়েত আলী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঘটনার এক মাস পর ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ওই কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব।
অভিযুক্ত কবিরাজ এনায়েত আলী উপজেলার তিলকপুর গ্রামের আমজেম আলীর ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় গত ৩ অক্টোবর চিকিৎসার জন্য কবিরাজ এনায়েত আলীর কাছে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। চিকিৎসার নামে ওই শিশুকে উপজেলার ইন্দ্রপুরের মানিক শাহ পীরের দরবারের পার্শ্ববর্তী পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কবিরাজ।
ভুক্তভোগীর খালা জানান, বৃহস্পতিবার সকালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা যশোর জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণের জন্য তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়েছে পুলিশ।
চৌগাছা থানার ওসি রিফাত খান বলেন, “ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জবানবন্দি দেয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই আসামি এনায়েত আলী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।”