রংপুরের মিঠাপুকুরে দুই বোন একই সঙ্গে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্বপ্না টপ্য (১৭) নামে এক আদিবাসী স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

২৩ এপ্রিল মঙ্গলবার রাতে এ ঘটনায় কথিত প্রেমিক রতনসহ তিনজনকে আসামি করে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার ঢোলভাঙ্গা গ্রামের বুধুয়া মিনজির ছেলে রতন মিনজির সঙ্গে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। ১৮ এপ্রিল মোবাইল ফোনে করে তাকে দেখা করতে ডাকে রতন। বিকেলে চাচাতো বোনকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় স্বপ্না। সেখানে রতন ও তার তিন বন্ধু মিলে একটি নির্জনস্থানে নিয়ে স্বপ্না এবং চাচাতো বোনকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্বপ্না ও তার বোন বাড়ি ফিরে। বিকেল ৫টায় স্বপ্না টপ্য শয়ন ঘরে তীরের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ইত্তেফাক

মন্তব্য করুন