রংপুর নগরের আমাশু কুকরুল এলাকায় ৮ মার্চ শুক্রবার ভোরে একটি মন্দির ও মন্দিরভিত্তিক পাঠাগার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ রায় জানান, ভোরে কে বা কারা মন্দিরের আধাপাকা ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেললেও মন্দিরের কালীমূর্তি ও মন্দিরের পাশে পাঠাগারের বই পুড়ে যায়।
স্থানীয় কাউন্সিলর হারাধন রায় জানান, কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রশিদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বনমালী পাল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত-নির্বিশেষে সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রথম আলো

 

মন্তব্য করুন