রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে পল্লবীর কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৪। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি (অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানান।

আটক দু’জন হলো—মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৬) ও আব্বাস উদ্দিন (২২)। তাদের কাছ থেকে জঙ্গি সংগঠন সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল জব্দ করা হয়েছে।

সাজেদুল ইসলাম সজল বলেন, ‘তারা জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও এ বিষয়ে করণীয় সম্পর্কে নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে থাকে। সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গোপন বৈঠক করতে পল্লবী এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল তারা। এ সময় দু’জনকে আটক করা হলেও বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন