সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস
রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষানবিশ উপ পরিদর্শক (পিএসআই) এনামুল হকের (২৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।
 
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান। এর আগে মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজয় সরণি দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এনামুলসহ দুইজন।
 
কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ৬ ফেব্রুয়ারি এনামুলের কর্মস্থলে যোগদানের কথা ছিল।
 
জানা গেছে, মঙ্গলবার গাজীপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিজয় সরণি এলাকায় আসলে তারা দুইজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পরে এনামুলকে স্কয়ার এবং তার সঙ্গের যিনি আহত হন, তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়।
 
এনামুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাক চাপায় দিলীপ রাজবংশী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে দিলীপ ঢাকা যাচ্ছিলেন। তিনি ছনবাড়ি এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান।
 

মন্তব্য করুন