রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক গার্মেন্টকর্মী অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে অভিযুক্ত সজীবের (২৬) বিরুদ্ধে মামলা করেন।

পরবর্তীতে পুলিশ রাতেই সজীবকে গ্রেফতার করে শনিবার বেলা ১১টায় আদালতে পাঠায়। সজীব পটুয়াখালী সদর থানার তাফালবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তারা ডেমরার পাইটি এলাকার জনৈক নজরুলের বাড়ির ভাড়াটিয়া। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তিভোগীর পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দিকী বলেন, কর্মস্থলে যাওয়া-আসার পথে সজীব ওই কিশোরী গার্মেন্টকর্মীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করত। মেয়েটি ওই প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় সজীব।

 

গত ১৬ ডিসেম্বর বিকালে মেয়েটি তার গার্মেন্ট সংলগ্ন এলাকায় এলে পূর্বপরিকল্পিতভাবে সজীব তাকে অপহরণ করে ঢাকার কেরানীগঞ্জের অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।

যুগান্তর

মন্তব্য করুন