ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েই রাজধানীর ভাটারায় হত্যা করা হয়েছে ৬ বছর বয়সী শিশু আয়েশা আক্তার ইয়াসফিয়াকে। এমন অভিযোগ পরিবারের। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত এনামুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আয়েশার পরিবার ও এলাকাবাসী।
মরিয়ম বেগমের এ আক্ষেপ ঘাতকের হাতে নির্মমভাবে খুন হওয়া ৬ বছরের কন্যা আয়েশাকে বাঁচাতে না পারার ব্যর্থতার। প্রিয় সন্তানের করুণ পরিণতির জন্য দায়ী ব্যক্তির ফাঁসি চাইলেন এই মা।
আয়েশার এমন অকাল পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়েই হত্যা করা হয় শিশুটিকে।
ছোট্ট আয়েশার মৃত্যুতে বাকরুদ্ধ প্রতিবেশীরাও। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ হয় ৬ বছর বয়সী আয়েশা আক্তার ইয়াসফা। পরে তার হাত-পা বাঁধা লাশ পাশের রুমের ভাড়াটিয়া এনামুলের ঘর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় এনামুল। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয় আয়েশার।