আম দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর বাগমারায় এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন আত্মগোপন করা অবস্থায় ধর্ষক মজিবুর রহমানকে ধরে পুলিশে দিয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার কাচারীকোয়ালীপাড়া ২০ মে গতকাল বুধবার বিকেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনেরা বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বুধবার দুপুরের পরে এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় কাচারীকোয়ালীপাড়া গ্রামের ৯ বছরের এক শিশু পাড়ার একটি বাগানে আম কুড়াতে যায়।

শিশুকে আমবাগানে একাকী পেয়ে মজিবুর রহমান নামের স্থানীয় একজন ভ্যানচালক তাকে বড় বড় আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান। এসময় ওই ভ্যানচালকের বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে ওই শিশুকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশু চিৎকার শুরু করলে ভ্যানচালকের প্রতিবেশিরা ছুটে আসে।

এ সময় শিশুকে ঘরে রেখেই পালিয়ে যান মজিবুর রহমান। প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে এলাকার গ্রাম পুলিশদের কাছে নিয়ে যান। থানায় মুঠোফোনে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে।

পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে ভ্যানচালককে খুঁজতে থাকেন। বিকেল সাড়ে চারটায় তাঁকে বাড়ির আরেকটি কক্ষের খাটের নিচ থেকে আত্মগোপন করা অবস্থায় ধরে ফেলে পুলিশে দেয়।

থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। এই ধরনের জঘন্যতম অপরাধের কোনো ছাড় নেই। শিশুর চিকিৎসারও ব্যবস্থা করা হবে।

এবি নিউজ

মন্তব্য করুন