ঝালকাঠির রাজাপুরে মন্দির কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

 

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ১৩ অক্টোবর মঙ্গলবার এ অভিযোগ করেন। হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল সকাল ১১টায় মানববন্ধন করে সনাতন ধর্মাবলম্বীরা। অন্যদিকে একই দিন জমিটি নিজেদের দাবি করে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নাসির মৃধা।

মানববন্ধনে দেওয়া বক্তব্যে নেতারা অভিযোগ করেন, উপজেলা সদরের জেলখানা সড়কের কবিরাজবাড়ির দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে গত মঙ্গলবার মন্দিরের পাশে বিবাদমান জমিতে নবনির্মিত একটি টিনশেট ঘরে বসেছিলেন মন্দির কমিটির সভাপতি হিমাংশু শেখর দাসসহ কয়েকজন। রাত ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির মৃধা কয়েকজন সহযোগী নিয়ে এসে জমিটি নিজেদের দাবি করে হামলা চালান।

কালের কণ্ঠ

মন্তব্য করুন