লালমনিরহাটের কালীগঞ্জে ঈদুল আজহার কোরবানি নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে পবিত্র কুমার রায় (৫০) নামে একজন হিন্দু প্রধান শিক্ষককে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তালুক শাখাতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

এ বিষয়টি নিয়ে এলাকাজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় উগ্রপন্থী মুসলমান চক্র।  শুক্রবার (২৩ জুলাই) দুপুরে জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলার তালুক শাখাতী এলাকায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেন ধর্মান্ধ একদল মুসলমান। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করার আশ্বাস দিলে তারা মিছিল-সমাবেশ বন্ধ করেন।

গ্রেফতারকৃত প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় (৫০) মদাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তালুক শাখাতী কুমারটারী এলাকার মৃত্যু উপিন চন্দ্র রায়ের ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ হোসেন বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সারা বাংলা

মন্তব্য করুন