শাহরিয়ার কবিরের মুক্তি, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধসহ বর্বরোচিত অত্যাচার ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার দাবি করেছে ওয়ার ক্রাইমস ফাক্টস ফাইন্ডিং কমিটি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক ডা. এম এ হাসান জানান, সংখ্যালঘুদের ওপর এইসব নির্যাতন, ধর্ষণ, নারী ও দুর্বলদের প্রতি সন্ত্রাসী আচরণ আন্তর্জাতিক আইনের আওতায় বিচারযোগ্য গুরুতর অপরাধ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার থেকে বর্তমান সরকারের আমলে দেশের সংখ্যালঘুদের ওপর অমানবিক নির্যাতন, সন্ত্রাস, হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সর্বশেষ নিদর্শন হচ্ছে বাগেরহাটের কচুয়া উপলজেলার উত্তর গোপালপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে মা-মেয়েসহ ৬ জনকে গণধর্ষণ। এ ধরনের ঘটনা রাষ্ট্রের নির্দেশে বা প্রশ্রয়ে না হলেও ৭১-এর যুদ্ধাপরাধী মৌলবাদীরা এর জন্য দায়ী।

আজকের কাগজ, ২ ডিসেম্বর ২০০১

মন্তব্য করুন