শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছিল শিশুরা। সোমবার (২৪ জুন) মিরপুর ১১ নম্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নারীপক্ষ ও ব্রেকিং দ্য লাইসেন্সের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশুরাও যোগ দিয়েছিল।

শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধনে শিশুরা

বেলা ১১টায় ৫নং ওয়ার্ড কমিশনার কার্যালয়ের সামনে স্কুলড্রেস পরে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে নিরাপত্তা দাবি ও অধিকার আদায়ের নানা প্ল্যাকার্ড ছিল।

আয়োজকরা বলছেন, সম্প্রতি শিশু ধর্ষণ বেড়ে গেছে। শিশু বাসার বাইরে যৌন হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। সেই লক্ষ্যেই আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা। আয়োজনে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে এমন অনেক সংগঠনও যোগ দিয়েছিল।

শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধনে শিশুরা

শিশুদের উপস্থিতিতেই এ ধরনের আরও উদ্যোগ আগামীতে নেওয়া হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন