শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছিল শিশুরা। সোমবার (২৪ জুন) মিরপুর ১১ নম্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নারীপক্ষ ও ব্রেকিং দ্য লাইসেন্সের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশুরাও যোগ দিয়েছিল।
বেলা ১১টায় ৫নং ওয়ার্ড কমিশনার কার্যালয়ের সামনে স্কুলড্রেস পরে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে নিরাপত্তা দাবি ও অধিকার আদায়ের নানা প্ল্যাকার্ড ছিল।
আয়োজকরা বলছেন, সম্প্রতি শিশু ধর্ষণ বেড়ে গেছে। শিশু বাসার বাইরে যৌন হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। সেই লক্ষ্যেই আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা। আয়োজনে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে এমন অনেক সংগঠনও যোগ দিয়েছিল।
শিশুদের উপস্থিতিতেই এ ধরনের আরও উদ্যোগ আগামীতে নেওয়া হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।