শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূর বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে।

দেশের প্রচলিত অনলাইন সংবাদমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার মো. কামরুজ্জামান (২৩) ও শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের আয়নাল হক (৫০)।

পুলিশ ও মামলার এজাহারসূত্রে জানা যায়, কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে যান। গৃহবধূর কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সোমবার দুপুরে ওই গৃহবধূ অভিযুক্ত ব্যক্তির কাছে তার পাওনা টাকা চান। ওই গৃহবধূকে তার পাওনা টাকা নেওয়ার জন্য কামরুজ্জামান ওইদিন সন্ধ্যায় উপজেলার একটি বাজারে যেতে বলেন। পরে গৃহবধূ সেখানে গেলে তাকে তাকে গণধর্ষণ করে।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাশিম জানান, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন