নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন এবং মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, জোরপূর্বক চাঁদা আদায় প্রভৃতি ঘটনার প্রতিবাদে আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। কর্মসূচী পালনকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সম্মিলিত আইনজীবী ফোরামের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী শেষে ফোরামের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সংখ্যালঘু ও আদিবাসীদের জানমালের নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে ভোট প্রদানের দাবিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচী পালনকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এডঃ সুব্রত চৌধুরী, মুকবুল আহমেদ মিয়া, বিএ রশিদ, মোকলেসুর রহমান, এসএম আসাদুল্লাহ তারেক, ফজলুল হক, জগদীশ সরকার, পরিমল চন্দ্র বিশ্বাস, চিত্তরঞ্জন বল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত প্রমুখ। কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ হাসান ইমাম।

প্রথম আলো, ২৮ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন