ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত অ্যান্টোনিও ডি সুজা মেনেজেস নতুন সরকারের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে এবং শান্তি-শৃংখলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন বেসরকারী সংস্থা (এনজিও) ও অন্যান্য সংগঠন সাম্প্রদায়িক সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ব্যাপারে ইসি’র সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি আরও বলেন, তারা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকালে বিষয়টি তুলেছেন এবং তাদের দলের লোকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। কিন্তু তারপরেও এধরনের ঘটনা অব্যাহত থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং নতুন সরকারের প্রতি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যেসব এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের ওপর হামলার ঘটনা ঘটেছে সেসব এলাকার শান্তি-শৃংখলা পরিস্থিতি উন্নয়নে তিনি জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান। বাংলাদেশের সংখ্যালঘুসম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতার ঐতিহ্যের উল্লেখ করে ঐ ধারা অব্যাহত থাকবে বলে ইসি প্রতিনিধি দলের প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের কাগজ, ১৩ অক্টোবর ২০০১

মন্তব্য করুন