কালো পতাকা এবং তলোয়ার হাতে নিয়ে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার প্ররোচনা দায়ে আলী হাসান উসামা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উসামা রাজবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের (দুধ বাজার) খতিব এবং রাজবাড়ীর ধর্মীয় সংগঠন মারজাকুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.) প্রতিষ্ঠা পরিচালক।

 

তাকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ৬ মে বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী জেলা শহরের ধুনচি এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গ্রেপ্তার অভিযানে অংশগ্রহণ করা রাজবাড়ী জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের দেওয়া তথ্যানুযায়ী উসামাকে যৌথভাবে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, কালো পতাকা এবং তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত আনসার আল ইসলামের এক সদস্যকে গত বুধবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। সেই সাথে এই হামলায় প্ররোচনায় একটি ইউটিউব চ্যানেলে উগ্রবাদী বক্তব্য রাখায় আলী হাসান ওসামাকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

কালের কণ্ঠ

মন্তব্য করুন