সাতকানিয়া  উপজেলার কেঁওচিয়া ওবাইদিয়া হেফজখানার ছাত্র সাকিল হোসেন (১১) নামের এক ছাত্র ৯দিন ধরে নিখোঁজ হলেও এখনো তার কোনো হদিস মিলেনি। গত ৭ মার্চ শনিবার সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সাকিল।

তার বাড়ি বাজালিয়া ইউনিয়নের বড়দূযারা ৭নং ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় তার বাবা সাকের হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ সাকিল হোসেনকে তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও পাননি। পরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সাকিলের বাবা সাতকানিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, নিখোঁজ ওই ছাত্রের সন্ধানের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

আমাদের সময়

মন্তব্য করুন