বহুল আলোচিত গণধর্ষণের শিকার তারামনিকে দুশ্চরিত্র আখ্যা দিয়ে ধর্ষকের পক্ষে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক বিএনপি নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাজরা ইউপি সদস্য সুনীল মণ্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি থানা বিএনপি নেতা মনিরুল ইসলাম, খাজরা ইউপি চেয়ারম্যান মোবারক আলী, সদস্য বিভারানী ঘোষ, আব্দুস সাত্তার, সকলা রানী রায়, ইন্দ্রজিত দাশ, শিবপদ সরকার, রজব আলী সানা, দেবব্রত সরকার ও মিথুন কান্তি মণ্ডল। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মনিরুল ইসলাম ও চেয়ারম্যান মোবারক আলী গণধর্ষণের শিকার তারামনি গাইনকে খারাপ মেয়ে আখ্যা দিয়ে লম্পট ধর্ষকের পক্ষ নিয়ে তাদের মামলা থেকে অব্যাহত দেওয়ার আবেদন জানায়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে উপস্থিত ইউপি সদস্য বিভারানী সীকার করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের চাপের মুখেই তারা ধর্ষকদের পক্ষে সংবাদ সম্মেলন করতে এসেছেন। প্রসঙ্গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে আশাশুনি উপজেলার খাজরা ইউপির খালিয়া গ্রামের তারামনি গাইন (৩৫) নিজ পুত্রের সম্মুখে গণধর্ষণের শিকার হলে পত্রিকায় প্রকাশ পায় এবং সরাষ্ট্রমন্ত্রী ধর্ষকদের গ্রেফতারের নির্দেশ দেন।

আজকের কাগজ, ১৩ মার্চ ২০০২

মন্তব্য করুন