সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে ওই ছাত্রী থানায় মামলা করেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেবিনেট সভাপতি শামিমুল ইসলাম মুন্না।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত সোমবার (১৫ এপ্রিল) বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছেন। আমরা ওই শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধনের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন।

তিনি জানান, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারব।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, গত সোমবার (১৫ এপ্রিল) ক্লাস চলাকালীন সময়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলড্রেসের ওড়না পরে না আসার কারণে শিক্ষক হাফিজুর রহমান তাকে বকাঝকা করেন। বলেন, তুমি স্কুলড্রেসের ওড়না পরে আসোনি কেন। তখন শ্রেণিকক্ষে অন্য শিক্ষার্থীরাও ছিল।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, শ্লীলতাহানির কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আমার কাছে কেউ দেয়নি। বুধবার ঘটনা শুনে আমি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে।

জাগো নিউজ

মন্তব্য করুন