ঢাকার সাভারে ‘জোর করে ঘরে ঢুকে’ এক নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়ে তাদের আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তাররা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা থানার ডাংগা গ্রামের মিরাজ মন্ডলের ছেলে মহিদুল ইসলাম, মহাদবেপুর থানার কাটাবাড়ির আতোয়ারের ছেলে তরিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার বেচাগঞ্জ থানার শুকদেবপুরের সোলমান আলীর ছেলে মোজাহারুল। তারা সবাই রিকশা চালক।
মামলার পলাতক আসামিরা হলেন নওগাঁ জেলার বাদলগাছি থানার বাসুদেব, মুক্তার ও আলম।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বুধবার ভোররাতে পৌর এলাকার মুক্তিরমোড় মহল্লার এক কলোনিতে এই দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।বৃহস্পতিবার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ঘটনার দিন সন্ধ্যায় সাভার মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন ২৫ বছর বয়সী ওই নারী শ্রমিক। তিনি সিংগাইর এলাকার এক ফার্নিচার কারখানার শ্রমিক।
পুলিশ জানায়, অনেক দিন ধরে মহিদুল ওই নারীকে উত্যক্ত করে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নি সময়ে হুমকিও দিতেন তিনি।
বুধবার ভোররাত ৩টার দিকে আসামিরা জোরপূর্বক ওই নারীর কক্ষে ঢুকে দলবেঁধে র্ধষণ করে পালিয়ে যান তারা বলেন পুলিশ কর্মকর্তা।