রাজশাহীতে পৃথক অভিযানে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রাজশাহী নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে দুইজন ও জেলার পুঠিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আবদুল হান্নান (৩৯) ও শহিদুল ইসলামকে (৩১) এবং জেলার পুঠিয়া থানা এলাকা থেকে জিয়াউর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান জেএমবির থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। এ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন