সিরাজগঞ্জের তাড়াশে দুটি স্পর্শকাতর স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থাপনা দুটি হচ্ছে মাধাই নগর জোড় পুকুর মহাশ্মশ্বানের কালি মূর্তি ও মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার মাধাইনগর ইউনিয়নে মাধাইনগর গ্রামে। এ ঘটনায় তাড়াশ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। এ নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ও একাকাবাসী সূত্র জানায়, গত ২৩ জুন রাত আটটার দিকে দুর্বৃত্তরা হামলা করে মাধাইনগর জোড়পুকুর মহাশ্মশ্বানের কালি মূর্তি ভাঙচুর করে। ঘটনাটি জানার পরপরই পুলিশ, পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম সিদ্দিকী ও উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার দু’দিন পর ২৫ জুন রাতে উপজেলার মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় আমাদের ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারের ৩টি পিলারের মধ্যে ১টি ভেঙে ফেলে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নৈশ প্রহরী নগেন্দ্র নাথ সাধু জোড়পুকুর মহাশ্মশ্বানের কালি মন্দিরেও পুজার কাজ করেন। তাকে হেনস্থা করতে দুর্বৃত্তরা ঘটনা দুটি ঘটিয়ে থাকতে পারে। তবে উল্লেখিত ঘটনার রহস্য পুলিশ উদ্ঘাটন করতে না পারায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, মাধাইনগর এলাকায় ঘটে যাওয়া দুটি ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।

কালের কণ্ঠ

মন্তব্য করুন