ধর্ষণের অপমান ও বিচার চেয়ে না পেয়ে আত্মহত্যার আরেকটি ঘটনা ঘটেছে ফরিদপুরে। সিলেটে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। গ্রামবাসীরা গ্রামপুলিশের সহয়তায় থানায় নেবার পথে ধর্ষকের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়। ফরিদপুর ঃ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিগাতি গ্রামে ডাকাতির সময় গণধর্ষণের শিকার প্রদীপ বাড়ৈর স্ত্রী মায়া রানী (৩০) অবশেষে বিষপানে আত্মহত্যা করেছে শুক্রবার গভীর রাতে। মৃত্যুর আগে চিরকুটে সে তার ৭ ও ৪ বছরের দুই সন্তানকে দেখে রাখার অনুরোধ জানিয়ে গেছে। ১০ এপ্রিল পানিগাতি গ্রামে পাঁচ বাড়িতে সন্ত্রাসীচক্র গণডাকাতিকালে আন্না রানী বাড়ৈ (৬০) নামক এক বৃদ্ধাকে হত্যাসহ ৪ গৃহবধূকে গণধর্ষণ করে। দীর্ঘ এক মাসেও বিচার না পেয়ে এবং ধর্ষকদের অব্যাহত হুমকি এবং সামাজিক বিড়ম্বনার মুখে ধর্ষিতাদের একজন মায়া আত্মহত্যা করে। সিলেট ঃ সিলেটের জৈন্তা থানার রাইরাখাল গ্রামে সিদ্দিক আলীর ছেলে বাবুল একই গ্রামের এক গৃহবধূকে (২৫) ধর্ষণ করেছে। পরে নরপশু ধর্ষক বাবুল দলবলসহ গৃহবধূকে মামলা না করার জন্য হুমকি দিতে গেলে গ্রামাবাসী তাকে আটকে ফেলে পরবর্তী সময়ে গ্রাম পুলিশের সহায়তায় ধর্ষককে থানায় নিয়ে যাওয়ার পথে ধর্ষকের সহযোগীরা দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন গ্রাম পুলিশ আহত হয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে। এ ঘটনায় নারী নির্যাতন ও আসামি ছিনতাইয়ের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশ ধর্ষক বাবুলের সহযোগী তাজুল ইসলাম ও নুরজ্জামানকে আটক করলেও বাবুলকে আটক করতে পারেনি।

ভোরের কাগজ, ২১ মে ২০০২

মন্তব্য করুন