সুনামগঞ্জের দিরাই উপজেলার মনোয়ারপুর গ্রামে একটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করে বাড়ি দখলের লক্ষ্যে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ৩০/৪০ জনের সশস্ত্র একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ধীরেন্দ্র নন্দী (২৫) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হচ্ছে মনীন্দ্র নন্দী (২৭), ফুলমতি বেগম (৪৫), মায়ারানী নন্দী (৪৫) ছায়ারানী নন্দী (৩৫)। আমাদের দিরাই প্রতিনিধি শেখ কবির আহমদ ঘটনাস্থল থেকে ফিরে এসে জানান, নরেন্দ্র বিশ্বাসের কাছ থেকে কিনে মনীন্দ্র নন্দীর পরিবার ২০ বছরেরও বেশি সময় ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। এদিকে সাকিতপুরের আব্দুল জলিল সরকার ও তার ভগ্নিপতি মধুপুরের লাল মিয়া বেশ কিছুদিন ধরে ভুয়া দলিল দেখিয়ে বাড়িটির দখল ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিল। গতকাল এই দু’জনের নেতৃত্বে ৩০/৪০ জনের সশস্ত্র দল মনীন্দ্র নন্দীর বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ জন আহত হয়। দিরাই থানা পুলিশ জলিল ও কাজল নামের দু’ব ̈ক্তিকে আটক করেছে।
আজকের কাগজ, ৯ ফেব্রুয়ারি ২০০২