নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বশিরগাঁও এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিসে মীমাংসার কথা বলে ভুক্তভোগীর পরিবারকে থানায় মামলা করতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

বশিরগাঁও এলাকায় ওই স্কুলছাত্রীকে ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সিয়াম নামের এক বখাটে পরিত্যক্ত জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে ধর্ষক সিয়াম পলাতক রয়েছে।

পরে বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা মাকে খুলে বললে তার বাবা-মা গ্রাম্য সালিসকারী নুরুল ইসলাম ও খবির উদ্দিনের কাছে বিচার দাবি করেন। সালিসকারী খবরউদ্দিন ও নূরুল ইসলাম ধর্ষকের শাস্তি হিসেবে ওই মেয়েকে বিয়ে দেওয়ার সময় যাবতীয় খরচ বহন করার প্রস্তাব দেন। এ বিষয়টি মেনে না নিয়ে সোনারগাঁ থানায় যেতে চাইলে সালিসকারীরা তাদের বাধা প্রদান করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রীর মা।

সালিসকারী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় বিচার নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের সঠিক বিচার পাইয়ে দেওয়ার কথা বলেছি। তবে থানায় যেতে বাঁধা দেওয়ার বিষয়টি সত্য নয়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনাটি আমার জানা নেই। কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন